1. [email protected] : teknafadmin :
  2. [email protected] : unikbd :
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৯:২৫ অপরাহ্ন

পাহাড় থেকে অর্ধগলিত ডাকাতের লাশ উদ্ধার

  • প্রকাশিতঃ রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ২১১ বার পঠিত

কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফে রিদুয়ান নামে এক ডাকাতের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৯ মার্চ) বিকাল আড়াইটার দিকে টেকনাফের আলীখালী পাহাড়ি এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত যুবক আলী খালী এলাকার কালা চানের ছেলে।

স্থানীয়রা জানায়,এক রাখাল গরু নিয়ে পাহাড়ের পাদদেশ দিয়ে যাওয়ার সময় দুর্গন্ধযুক্ত এক ব্যক্তির অর্ধগলিত মৃতদেহ দেখতে পায়। পরে এলাকার মানুষকে বিষয়টি জানালে লোকজন পুলিশে খবর দেয় এবং স্থানীয়রা পাহাড়ে গিয়ে লাশ সনাক্ত করে। পরে পুলিশ এসে রিদুয়ানের লাশ উদ্ধার করে। পরিবারের দাবি, পূর্ব শত্রুতার জেরধরে রিদুয়ানকে হত্যা করা হয়েছে। এঘটনার সঠিক বিচার দাবি করছেন রিদুয়ানের পরিবার।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত রিদুয়ান একজন ডাকাত ও সন্ত্রাসী প্রকৃতির লোক এবং অপহরণ চক্রের সক্রিয় সদস্য।তার বিরুদ্ধে হত্যা,অপহরণসহ একাধিক মামলা রয়েছে থানায়।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন,পুলিশ লাশ উদ্ধার করেছে,সেও একজন ডাকাত। তার বিরুদ্ধে অপহরণসহ টেকনাফ থানায় ৯ টি মামলা রয়েছে বলে জানান ওসি

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫