1. [email protected] : teknafadmin :
  2. [email protected] : unikbd :
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৯:৪২ অপরাহ্ন

মাছ-জাল রেখে ৫৬ জেলেকে ছেড়ে দিল ‘মিয়ানমার নৌবাহিনী

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ১৭৮ বার পঠিত

কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের অদূরে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় ধরে নিয়ে যাওয়ার পর ৬টি ট্রলারসহ বাংলাদেশের ৫৬ জেলেকে ছেড়ে দিয়েছে মিয়ানমারের নৌবাহিনী। তবে জেলেদের ট্রলারে থাকা মাছ, তেল, জাল ও খাদ্য সামগ্রী রেখে দিয়েছে তারা।

বৃহস্পতিবার (৬ মার্চ) সকাল সাড়ে আটটার দিকে সেন্টমার্টিনের দক্ষিণে ১০–১৫ কিলোমিটার দূরে মিয়ানমার জলসীমানা থেকে তাদের ছেড়ে দেওয়া হয় বলে জানিয়েছেন, সাবরাং ইউনিয়ন পরিষদের (ইউপি) ৭ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুল মান্নান।

তিনি বলেন, স্থানীয় জেলে ও ট্রলার মালিক সমিতির লোকজন ছয়টি ট্রলার ছেড়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন এবং বেলা সাড়ে ১১টার দিকে শাহপরীর দ্বীপ দক্ষিণপাড়া ঘাটে এসে নোঙর করেছে ট্রলারগুলো।  তবে ট্রলারের ১০-১২ লাখ টাকার রুপচান্দা, ইলিশ, তেল, জাল ও খাদ্য সামগ্রী কেড়ে নিয়েছে। কয়েকজন জেলেকে মারধরও করা হয়েছে।

ওই ছয়টি ট্রলারের মালিক হলেন- টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের বাসিন্দা বশির আহমদ, মো. আমিন, নুরুল আমিন, আবদুর রহিম ও মো. শফিক। এর মধ্যে মো. শফিকের দুটি ট্রলার রয়েছে।

ফেরত আসা ট্রলারের কয়েকজন জেলে বলেন, মাছ ধরার সময় হঠাৎ ধাওয়া করে অস্ত্রের মুখে জিম্মি করে আমাদের ছয়টি ট্রলারসহ ৫৬ জন জেলেকে নৌবাহিনীর জাহাজের কাছে নিয়ে যাওয়া হয়। এ সময় কয়েকজন জেলেকে মারধর করা হয়। পরে ট্রলারে থাকা ১০-১২ লাখ টাকার রুপচান্দা, ইলিশসহ বিভিন্ন প্রজাতির মাছ, তেল, জাল ও খাদ্য সামগ্রী কেড়ে নেওয়া হয়। ধরে নেওয়া লোকজন মিয়ানমারের নৌবাহিনীর সদস্য।

সাবরাং ইউনিয়ন পরিষদের (ইউপি) ৭ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুল মান্নান বলেন, বুধবার দুপুরে সেন্টমার্টিনের দক্ষিণে ১০–১৫ কিলোমিটার দূরে বঙ্গোপসাগর থেকে ট্রলারগুলো ধরে নিয়ে গেছে মিয়ানমারের নৌবাহিনী। এরপর তাঁদের খোঁজখবর পাওয়া যায়নি।

শাহপরীর দ্বীপ দক্ষিণপাড়ার ট্রলার মালিক সমিতির সভাপতি বশির আহমেদ বলেন, ‘সাগর থেকে ফিরে আসা জেলেদের মাধ্যমে ওই ঘটনা জানতে পেরেছি। এরপর বিজিবি ও কোস্টগার্ডকে জানানো হয়। তবে ট্রলারে থাকা মাছ, জাল, তেল  ও খাদ্যদ্রব্য কেড়ে নেওয়া হয়েছে।

টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন জানান, ৬টি ট্রলারসহ ৫৬ জেলেকে ধরে নেওয়ার পর বৃহস্পতিবার সকালে ছেড়ে দিয়েছে। তারা বর্তমানে শাহপরীর দ্বীপ দক্ষিণপাড়া ঘাটে অবস্থান করছেন।

এ প্রসঙ্গে জানতে চাইলে টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট  কর্নেল আশিকুর রহমান বলেন, ‘মিয়ানমারের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার পর তারা জেলেদের ছেড়ে দিয়েছেন

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫