1. [email protected] : teknafadmin :
  2. [email protected] : unikbd :
রবিবার, ২৯ জুন ২০২৫, ১০:৪৮ অপরাহ্ন

এমপি বদির ভাই ফয়সাল ও মো আলম বড় গডফাদার

  • প্রকাশিতঃ রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৫৭ বার পঠিত

কক্সবাজার-৪ (টেকনাফ-উখিয়া) আসনের আলোচিত সংসদ সদস্য আবদুর রহমান বদিরভাই ফয়সাল ও এমপি চাচাত ভাই মো আলম আত্মসমর্পণ করলেও এখনো ইয়াবা ব্যবসা  চালাচ্ছেন বলে এলাকাবাসী জানিয়েছেন,তারা টেকনাফ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

ফয়সাল মায়ানমার জাহাজ করে  থেকে কয়েকটি ইয়াবার চালান নিয়ে আসে আর মো আলম বিভিন্ন ইয়াবা  বিক্রি করে টাকা জোগাড় করেন।

বতমানে মো আলম বিএনপি নেতা আবদুল্লাহ সাথে বিএনপির রাজনীতির সাথে জড়িত। ফাইসের বিরদ্ধে লন্ডারিং মামলা আছে বলে জানান পুলিশে তদন্তকারী অফিসার  ফায়সেল আওয়ামী লীগের সরকার আমলে কয়েকটি বড় চালান দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন যানবাহন দিয়ে পাচার করে।

স্থানীয় মানুষের দারা জানতে পারি এমপি বদির ভাই ফয়সাল এখনো টেকনাফ বসে মায়ানমার থেকে বড় চালান এনে বিভিন্ন লোক দিয়ে তা পাচার করে ৫ আগস্ট এর পর থেকে। টেকনাফ পৌরসভা  সাত নম্বর ওয়ার্ডের জনসাধারণ জানান ফয়সাল ও মো আলম কে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫