1. [email protected] : teknafadmin :
  2. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৫:৪৪ পূর্বাহ্ন

শশুর জামাই মিলে ইয়াবা ব্যবসা করছেন আব্দুল আমিন।

  • প্রকাশিতঃ শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪৮০ বার পঠিত

টেকনাফ এর শীর্ষ ইয়াবা গডফাদার আবদুল আমিন ও তার ছেলে আদিব রহমান বাবা ছেলে মিলে ঢাকায় বসে ইয়াবা চালাচ্ছেন। আবদুল আমিন টেকনাফ বন্দরে সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন ১৬ বছর কোন নিয়ম ভিত্তিক না করে। আওয়ামী লীগের সরকারের আমলে বন্দর থেকে টাকা বিভিন্ন ধরনের চাঁদা তুলতেন গাড়ি প্রতি ৩০০ করে এই চাঁদা থেকে ৩০০ কোটি টাকা ইনকাম করছেন তারপর আছে কাস্টম সাথে হাত মিলিয়ে বিভিন্ন মালামাল টেক্স না দিয়ে বাহির করে হাজার হাজার কোটি আয় করছেন যার মধ্যে আছে সুপারি,কাঠ,শুটকি মাছ। টেকনাফ এর বিএনপি নেতা আবদুল্লাহ সমাবেশে দাবি করেন এমপি বদি ভাই আবদুল আমিন বিভিন্ন ভাবে বন্দর থেকে টাকা লুটপাট করে হাজার হাজার কোটি টাকা অবৈধ  ইনকাম করেছেন ৫ আগস্টের পরে এই বন্দর উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এলাকাবাসীর সূত্রমতে জানা গেছে,তার ছেলে আদিব রহমানের একটি কিশোর গ্যাং তাদের দিয়ে আবদুল আমিন ইয়াবা ব্যবসা চালায়।

আবদুল আমিনের অনেক অবৈধ সম্পদ রয়েছে ঢাকা ৩ টি ৫ তালা বিল্ডিং রয়েছে, টেকনাফ মেরিন ড্রাইভে  ১৫ খানি জায়গা আছে কয়েকটি গাড়ি।আমরা গোপন সূত্রে জানতে পারি তার শ্বশুর বাড়ি নারায়ণগঞ্জে এখন যে শ্বশুরের হাত ধরে বিশাল বিশাল ইয়াবা পাচার করতেছে বলে জানা যায়।
তার এলাকাবাসী জানান এই আবদুল আমিন আগে ইয়াবা ব্যবসার সাথে সাথে ইয়াবা সেবন করতো। ৫ আগস্ট এর পর এলাকা ছেড়ে সপরিবারে পালিয়ে যায় কিন্তুু ইদানিং মাঝেমধ্যে তাকে টেকনাফে দেখা যায়।
গোপন সূত্রে আমরা জানতে পারি,আবদুল আমিন ও তার স্ত্রীর এবং তার তার শশুরের  ব্যাংক একাউন্টে অবৈধ লেনদেন রয়েছে বলে জানতে পারি তাই দুর্নীতি দমন কমিশন দুদককে টেকনাফের জনসাধারণ আবেদন করতেছে এদেরকে সঠিক তদন্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫