1. [email protected] : teknafadmin :
  2. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০১:৩৯ পূর্বাহ্ন

টেকনাফ বন্দরের দুনীতিবাজ হলেন।

  • প্রকাশিতঃ শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫
  • ২৪১ বার পঠিত

টেকনাফের দুর্নীতির শীর্ষে টেকনাফ বন্দর গত আওয়ামী লীগ সরকারের আমলে অসাধু কাস্টম কর্মকর্তার ও বন্দর কতৃপক্ষ মিলে কোটি কোটি টাকা রাজস্ব ফাঁকি দিয়েছেন টেকনাফের কিছুসংখ্যক ব্যবসায়ী ,সুপারি শুটকি মাছ বিভিন্ন আইটেমের কাঠও কসমেটিক আইটেমস কয়েকশ কোটি টাকা সরকারের রাজস্ব ফাঁকি দিয়েছেন  টেকনাফ স্টল বন্দরের কয়েকজন ব্যবসায়ী যাদের নাম এসেছে তারা হলেন, আব্দুল আমিন সভাপতি CNF অ্যাসোসিয়েশন, বাহাদুর সাধারণ সম্পাদক CNF,ওমর ফারুক এমপি বদির পিএস,সাদ্দাম, ওয়াহিদ, নূর মোহাম্মদ বড়,নাসির উদ্দিন,শওকত চট্টগ্রাম আওয়ামী লীগ সরকার আমলে কাস্টমের হাত করে শত শত কোটি টাকা সরকারের রাজস্ব ফাঁকি দিয়েছেন। যা দুর্নীতি দমন কমিশন দুদক তদন্ত করলে বাহির হবে।

তাদের কয়েকবার দুর্নীতি দমন কমিশন থেকে সম্পদ বিবরণীর নোটিশ আসলেও তারা টাকা দিয়ে সে নোটিশ বন্ধ করে রাখে।টেকনাফের সচেতন কয়েকজন ব্যক্তি জানান এ কয়েকজন ব্যবসায়ীর জন্য টেকনাফ  ধ্বংস হয়ে যাচ্ছে। এ কারণে তাদের সম্পদ  বিবরণী পুনরায় তদন্ত করার জন্য আহ্বান জানাচ্ছে টেকনাফের সাধারণ জনগণ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫