বার্তা পরিবেশক : হ্নীলা দক্ষিণ শাখা শ্রমিক দলের কমিটি অনুমোদন ; আহবায়ক তোফাইল আহমদ , সদস্য সচিব হোছন আহমদ
২৬শে জানুয়ারী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) হ্নীলা দক্ষিণ শাখার সভাপতি নুরুল আমিন চৌধুরী ও সাধারণ সম্পাদক আবছার কামাল ছিদ্দিকীর সুপারিশক্রমে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের টেকনাফ উপজেলা সভাপতি হোসাইন মাহমুদ আনীম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রত্যন্ত এলাকায় দলীয় কার্য্যক্রম সম্প্রসারণের মাধ্যমে দলকে সংগঠিত করার লক্ষ্যে আহবায়ক তোফাইল আহমদ (লেদা), সিনিয়র যুগ্ম আহবায়ক মোহাম্মদ জুবায়ের (নয়াপাড়া), যুগ্ন আহবায়ক মোহাম্মদ রিদুয়ান (আলীখালী), মহি উদ্দিন (রঙ্গিখালী), ছৈয়দ হোছাইন (জাদিমুরা), মোহাম্মদ হোছন কালু (রঙ্গিখালী গাজী পাড়া), সদস্য সচিব হোছন আহমদ (রঙ্গিখালী) এবং রবিউল আলম (রঙ্গিখালী), জয়নাল আবেদীন ময়না (রঙ্গিখালী), কায়ছার খাঁন ও কামাল হোছাইনকে সদস্য করে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল হ্নীলা ইউনিয়ন দক্ষিণ শাখার ১১সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়। নবগঠিত আহবায়ক কমিটির সদস্যগণ এক প্রতিক্রিয়ায় বলেন, দীর্ঘদিন পর আমরা দলীয় কর্মকান্ডে নিজেদের সম্পৃক্ত করতে পারায় ধন্য মনে করছি। আগামীতে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীকে বিপূল ভোটে বিজয়ী করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান দেশ নায়ক তারেক রহমাানের হাতকে শক্তিশালী করতে কাজ করে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
