প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩০, ২০২৫, ২:২৯ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২০, ২০২৫, ২:৩৪ এ.এম
টেকনাফের অবৈধ অস্ত্রধারী, মাদক ব্যবসায়ী, অপহরণকারীদের বিরুদ্ধে যৌথ অভিযান..
![]()
- ডেস্ক রিপোর্ট:১৯ জানুয়ারি (রবিবার) সকাল হতে অবৈধ #অস্ত্রধারী, মাদক ব্যবসায়ী, অপহরণকারী, তালিকাভুক্ত সন্ত্রাসী ও ডাকাত গ্রুপের সদস্যদের গ্রেফতারের লক্ষ্যে ১৬ এপিবিএনের মাননীয় #অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ কাউছার সিকদার দিক নির্দেশনায় অত্র ব্যাটালিয়নের আওতাধীন ০৭ টি রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন ব্লকে ও পাহাড়ি এলাকায় #এপিবিএন, জেলা পুলিশ, র্যাব, আনসার, এর সমন্বয়ে #যৌথ অভিযান পরিচালনা করা হয়।উক্ত অভিযানে #শালবাগান ক্যাম্পের রোহিঙ্গা মোঃ দেলোয়ার হোসেন(২৫), পিতা-নুর হোসাইন, মাতা-নুর নাহার, ব্লক-ডি/০৪, ক্যাম্প-২৬(শালবাগান), থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার’কে তার নিজ বসতঘরে অবস্থানকালে দেহ #তল্লাশী করা হয়। তল্লাশীকালে তার পরিহিত লুঙ্গির কোচে রক্ষিত কালো পলিথিনের ভিতর ২৯ (ঊনত্রিশ) টি পোটলায় অবৈধ মাদকদ্রব্য গাজা। যাহার সর্বমোট ওজন কাগজে মোড়ানো অবস্থায় ৬০ গ্রাম। অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধারপূর্বক সাক্ষীদের সম্মুখে জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। যৌথ অভিযানটি বিকাল ১৭:৩০ ঘটিকায় সমাপ্ত হয়।

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।