1. [email protected] : teknafadmin :
  2. [email protected] : unikbd :
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৪:৪৫ পূর্বাহ্ন

টেকনাফ স্থলবন্দরে আসার পথে পণ্যবাহী ২ টি কার্গো বোট আটকে রেখেছে আরাকান আর্মি

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ১৮০ বার পঠিত

রাখাইনের ইয়াঙ্গুন থেকে টেকনাফ স্থলবন্দরের উদ্দেশ্যে আসার পথে মিয়ানমার জলসীমায় পণ্যবাহী ২টি কার্গো বোট আটকে রেখেছে দেশটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাত ১০ টা পর্যন্ত বোট দুটি ছাড়েনি আরাকান আর্মি। দুপুর ১২ টার দিকে বাংলাদেশ-মিয়ানমার জলসীমানা নাফ নদী ও বঙ্গোপসাগর মোহনায় তল্লাশির কথা বলে পণ্যবাহী বোট দুটি আটকে দেয় তারা।

তথ্যটি নিশ্চিত করে টেকনাফ স্থলবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ইউনাইটেড ল্যান্ড পোর্ট লিমিটেড এর মহাব্যবস্থাপক মো. জসিম উদ্দিন চৌধুরী বলেন, মিয়ানমার থেকে পণ্যবাহী ৩টি কার্গো টেকনাফ স্থলবন্দরে আসার কথা ছিল। কিন্তু নাফ নদীর মোহনায় তল্লাশির কথা বলে ২টি কার্গো আটকে রেখেছে আরাকান আর্মি। ফলে পেছনে থাকা অন্য আরেকটি কার্গো সেন্টমার্টিন গিয়ে নোঙর করেছে। এখনো পর্যন্ত আটকে রাখা কার্গো দুটির খবর পায়নি। তবে শুক্রবার সকালে আরাকান আর্মি বোট দুটি ছেড়ে দিতে পারে বলে মন্তব্য করেছেন তিনি।

এ বিষয়ে জানতে চাইলে টেকনাফ ব্যাটালিয়ন-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান বলেন, টেকনাফ স্থলবন্দরে আসার পথে মিয়ানমার জলসীমায় পণ্যবাহী কার্গো বোটে তল্লাশি চালানো হয়েছে বলে শুনেছি। তবে এ বিষয়ে এখনো পর্যন্ত কেউ আমাদের কিছু জানায়নি। তাছাড়া এটি আমাদের জলসীমানার বাইরে।
এদিকে স্থল বন্দরের ব্যবসায়ীদের একটি সূত্র জানিয়েছে, আরাকান আর্মি সেদেশের ব্যবসায়ীদের (রপ্তানীকারক) কাছে দশ পারসেন্ট কমিশন দাবী করেছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫