আসসালামু আলাইকুম,
আমার বিরুদ্ধে নতুন করে টিভি নিউজ২৪ ষড়যন্ত্রের প্রতিবাদ….
“প্রিয় টেকনাফবাসী, প্রশাসনিক ভাই ও সাংবাদিক মিডিয়ার কর্মীদের উদ্দেশ্যে সথ্য ও বাস্তবতার দৃষ্টি আকর্ষণ করে কিছু কথা বলতে চাই। আপনারা জানেন বিগত দেড় দশক আওয়ামিলীগ সরকার ক্ষমতায় ছিল, তখন পারিবারিক ক্ষমতা থাকা সত্বেও সাধারণ মানুষ ও কোন বিরোধীদলীয় নেতাকর্মীদের সাথে আমার কোনধরনের দ্বন্দ্ব ছিল না এবং কেউ বলতে পারবে না কাউকে কোনধরনের মিথ্যা মামলা ও রাজনৈতিক ভাবে হয়রানি করছি । চিনিতে যেমন মাছির আনাগোনা লেগে থাকে, বর্তমানে প্রশাসনিক দপ্তরেও কিছু কলংকিত নেতাকর্মীদের আনাগোনার অবস্থা মাছির মত । অযথা ষড়যন্ত্র করে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা যাবে, কিন্তু সফল হওয়া যাবে না। প্রতিহিংসার রাজনীতি ও ষড়যন্ত্র করে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা কি তোমাদের উদ্দেশ্য, ব্যবসা নাকি তোমাদের যোগ্যতার প্রমাণ দেখানো হচ্ছে। মামালা দিয়ে ব্যবসা করার উদ্দেশ্য থাকলে, আল্লাহ সহায় থাকলে আমাদের ক্ষতি করা যাবে না। বিড়াল নিজেকে মনে করতেছে বাঘ। স্বপ্ন দেখতে পারে , বাস্তবে কখনো বাঘ হতে পারে না! সময় সুযোগ হলে আপনার ও আপনাদের অবস্থা ও বিড়ালের চাইতে খারাপ হতে পারে। বেশি গর্জন দিয়েন নাহ। হাজারো চেষ্টা করলেও ইজ্জত সম্মান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। আমজনতার মধ্যে একটাই প্রশ্ন, বর্তমানে নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা থাকার সত্বেও বিরুধী দলীয় ষড়যন্ত্রকারী নেতাদের কারণে আমরা এলাকার মধ্যে নেই। বর্তমানে নিরপেক্ষ সরকার ও প্রশাসনিক ভাইয়েরা তদন্ত করে দেখেন কারা ইয়াবা ও মাদক ব্যবসার সাথে জড়িত আছে। আমাদের পারিবারিক সম্পত্তি ও হালাল উপার্জনের যা পন্থা আছে তাহা দিয়ে আমরাও আমাদের আগামী প্রজন্মও সুন্দর করে জীবন যাপন করতে পারবে ইনশাআল্লাহ। অতীত তারিখ ও ইতিহাস এখনো স্বাক্ষী আছে আমার মরহুম পিতা ও পরিবার টেকনাফবাসীর উজ্জ্বল ভবিষ্যতের জন্য সুদূর প্রসারী অবদান রেখেছে এটা কেউ/বিরোধিতাকারীরা ও অস্বীকার করতে পারবে না। টেকনাফবাসী স্বাক্ষী আছে, আমরা জনগণের ভবিষ্যতের মানোন্নয়নের জন্য রাজনীতি করেছিলাম, ইনশাআল্লাহ ভবিষ্যতে ও রাজনীতি করে যাব। পরিশেষে প্রশাসনিক ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা বর্তমানে টেকনাফে না থাকার সত্বেও আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে বিভিন্ন প্রকারের মামলা ও হয়রানি চালিয়ে যাচ্ছে কেন?সেনা বাহিনী গোয়েন্দা সংস্থা দিয়ে সুষ্ঠুভাবে তদন্ত করে দেখুন কারা আসলে ইয়াবা ও মাদক কারবারের সাথে জড়িত আছে। আমি আবার চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই মাদক এর সাথে আমার কোন সম্পর্ক নাই যদি কেউ প্রমাণ দিতে পারে মাদক সাথে আমার আমি জড়িত তাহলে যেকোন শাস্তি আমি মাথা পেতে নেব।দোয়া করবেন ইনশাআল্লাহ যত তাড়াতাড়ি আপনাদের মাঝে আবারো ফিরে আসতে পারি….