1. [email protected] : teknafadmin :
  2. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৪:২৮ পূর্বাহ্ন

নাফ নদীর পাড়ে সাড়ে ৪ লাখ ইয়াবা ফেলে পালালো চোরাকারবারিরা

  • প্রকাশিতঃ বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ১৮৪ বার পঠিত

মিয়ানমার থেকে কক্সবাজারের টেকনাফে পাচারের সময় নাফনদী থেকে ৪ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। এসময় চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবির) অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদে খবর আসে চোরাকারবারিরা মিয়ানমার থেকে টেকনাফের লেদা বিওপির বিআরএম-১১ থেকে প্রায় ১ কিলোমিটার দক্ষিণ দিকে মেম্বার পোস্ট এলাকা দিয়ে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশের অভ্যন্তরে পাচার করবে। এমন সংবাদ পেয়ে মঙ্গলবার (২১ জানুয়ারি) রাতে ব্যাটালিয়ন সদর এবং লেদা বিওপির দুটি পৃথক দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে।

এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা তাদের কাঁধে থাকা বস্তা নাফ নদীর পাড়ে ফেলে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে বস্তাগুলো তল্লাশি করে ৪ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫